ডাঃ জেমস টেইলর কেন্ট। |
জেমস টায়লার কেণ্ট আমেরিকার একজন বিখ্যাত হোমিওপ্যাথিক ডাক্তার। তার জীবন কাল ১৮৪৯ - ১৯১৬ খ্রীষ্টাব্দ। হোমিওপ্যাথিক ডাক্তারদের কাছে জনপ্রিয়।কেন্ট রেপার্টরি সকল হোমিওপ্যাথিক চিকিৎসকের নিকট সমাদৃত। হোমিওপ্যাথিক চিকিৎসা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে তার হাত ধরে। ডাঃ কেন্টের কিছু বিষয় নিয়ে কিছু হোমিওপ্যাথিক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো।
ওনার সম্পর্কে কিছু ভুল প্রভাব আমাদের মধ্যে রয়ে গেছে। যেমন কেণ্ট মানে উচ্চ শক্তির ব্যবহার। কেণ্ট মানে কোনও বাহ্য প্রয়োগ নয়। কেণ্ট মানে কোনও থেরাপিউটিকস অনুযায়ী ওষুধ নয়। কেণ্ট মানে প্যাথোলজি কে গুলি মারো। শুধু সিমটমস বা লক্ষণ ধরো ইত্যাদি।
আজ কেণ্টের -ই কিছু উদ্ধৃতি দিয়ে ঐ ভ্রান্তি গুলোর অবসানে কিছু বলার চেষ্টা করছি :-
১ - উচ্চ শক্তির ব্যবহার :
কেণ্টের মেটেরিয়া মেডিকার Calcaria sulph অধ্যায়ে প্রথম অনুচ্ছেদে কেণ্ট বলছেন, "গ্রন্থকার (কেণ্ট) শুশলারের ১২ পোটেন্সি প্রায়শই ব্যবহার করেছেন। পরে ৩০ পোটেন্সি ও ২০০ পোটেন্সিও ব্যবহার করেছেন। এখন আরও উচ্চতর পোটেন্সি ব্যবহার করেন।"
দেখা যাচ্ছে উনি প্রথমে নিম্নতর শক্তির ব্যবহার করে হাত পাকিয়েছেন। পরে অভিজ্ঞতার প্রেক্ষিতে উচ্চতর শক্তি ব্যবহার করেছেন।
এটাই বাস্তব সম্মত। একটা ওষুধ সম্বন্ধে জ্ঞান প্রথম প্রথম কম থাকাই যুক্তি সঙ্গত। চিকিৎসকের বয়স বাড়ার সাথে সাথে ওষুধের কার্যাবলী বেশি বেশি করে হৃদয়ঙ্গম হবে, এটাই তো স্বাভাবিক। যখন ওষুধের ওপর আধিপত্য আসবে, উচ্চ হতে উচ্চতর শক্তির ওষুধ প্রয়োগ করে তথাকথিত 'ম্যাজিক' দেখাবে। প্রথম থেকেই ২০০, ১০০০, ১০০০০ শক্তির ওষুধ প্রয়োগ করে, বিরাট বিরাট হোঁচট খেয়ে নিজেকে খেলো হতে হবে না।
২ - থেরাপিউটিকস নৈব নৈব চ :
ডা কেণ্ট তাঁর মেটেরিয়া মেডিকার স্পঞ্জিয়া অধ্যায়ে ১৫ নং অনুচ্ছেদে বলেছেন "Laryngismus stridulus প্রায়ই মেয়েদের ক্ষেত্রে পাওয়া যায়।
Ign.,Gels.,Laurocer. এবং Spongia, Ignatia ও Gelsimium দশটার মধ্যে আটটা ভালো করে দেয়।"
এগুলো কী?
এগুলো হচ্ছে ওষুধের স্থানিক প্রবণতা অনুযায়ী ওষুধ নির্বাচন। এগুলো অচ্ছুৎ নয়। আমাদের শিক্ষাগত ত্রুটির জন্য এসব নজর এড়িয়ে যায়। এগুলো থেরাপিউটিকস এর আভাস মাত্র।
৩ - প্যাথোলজি কে গুলি মারো :
"স্পঞ্জিয়া -র মানসিক লক্ষণ বলেই দেয় যে এটা হার্টের ওষুধ"। - Spongia অধ্যায়ে প্রথম লাইন।
Aurum met এর শেষ থেকে চতুর্থ অনুচ্ছেদে বলছেন "লিভার কে শক্ত করার ক্ষমতা, বৃদ্ধি করার ক্ষমতা এবং প্রদাহ উৎপন্ন করা, হৃদরোগে লিভারের কাঠিন্য, লিভার এবং হার্টের আয়তনে বৃদ্ধি প্রাপ্ত হওয়া আরও উল্লেখ যোগ্য বিষয়।
পেটে রক্ত চলাচলে রক্তবহা শিরার সহিত হার্টের ঘনিষ্ঠতার কথা বিবেচনা করলে দেখা যাবে - হার্টের এবং লিভারের রোগ হতাশা ও নৈরাশ্যের সঙ্গে যুক্ত। অপর দিকে লক্ষ্য করলে সম্ভবত এই চিন্তাই মাথায় আসবে যে, যক্ষ্মা বা ক্ষয়রোগে তো কেহই হতাশাগ্রস্ত হয় না!
এই রোগীরা মনে করে তারা ভালো হয়ে যাবে। ফুসফুস হয়তো গুটিতে ( tubercle) ভর্তি হয়ে আছে তবু সে মনে করে গলা থেকে কিছু বেরিয়ে গেলে ভালো হয়ে যাবে। আরও লক্ষ্য করবে, ফুসফুসের সহিত 'বোধশক্তি' এবং হার্টের সঙ্গে 'ইচ্ছাশক্তি ' বিশেষ ভাবে সম্পর্কযুক্ত। হার্টের সামান্য কষ্ট হতাশা বা আশাহত করে এবং ফুসফুসের রোগী বেশ আশান্বিতই থাকে।
Carduus Marianus অধ্যায়ে প্রথম লাইনে কেণ্ট বলছেন, "লিভারের গুরুত্ব পূর্ণ ওষুধ গুলোর মধ্যে এটি অন্যতম, এভাবে বলার জন্য হোমিওপ্যাথিক গ্রন্থকার কে যদি দোষ না দেওয়া হয় তাহলে অবশ্যই একথা বলা যায়।"
এগুলো কি প্যাথোলজি নির্দেশ করে না - নিশ্চয়ই করে।
৪ - বাহ্য প্রয়োগ :
Calendula অধ্যায়ে অষ্টম ও নবম বাক্যে বলেছেন "মেরিগোল্ড, Calendula, এইসব বহিঃক্ষত এত সুন্দর সারায় এরকম অন্য কিছুতে হয় না। কেউ বলবে এটাও হোমিওপ্যাথি সম্মত নয়। আসলে ওরা সেই ধরনের লোক যারা মুখে বাঘ সিংহ মারে, ইঁদুর দেখলে লাফিয়ে উঠে।"
মোদ্দা কথা হল কেণ্ট, বোরিক, হিউজেস, ক্লার্ক, ফ্যারিংটন, বার্ণেট - সকলেই একই পথের পথিক। আমরা, বাঙালিরা গভীর অধ্যয়নে অপারগ। ফলে অন্ধের হস্তি দর্শনের মত একটা খণ্ড চিত্র আমাদের মনে আসে। পূর্ণ অধরা থেকে যায়।
(সংকলিত)
##### ডাঃ বেণী মাধব।
আমার হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ক সকল লেখা একসাথে পড়ুন।এপসটি ডাউনলোড করুন,আপডেট নিন।আমার মোবাইল এপস লিঙ্ক ঃ
https://play.google.com/store/apps/details?
ডাঃ ইয়াকুব আলী সরকার
ইভা হোমিও হল
বাইপাইল আশুলিয়া, সাভার ঢাকা।
মোবাইল নং ০১৭১৬৬৫১৪৮৮
গভঃ রেজিঃ নং ২৩৮৭৬।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন