মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১৮

ঘুমের লক্ষনে বাইয়োকেমিক ঔষধ নির্চাচন




Biochemical medication selection guides based on sleeping indications:


ঘুমের লক্ষণের বাইয়োকেমিক ঔষধের নামের তালিকা:

সন্ধ্যায় ঘুম ভাল হয়ঃ নেট্রাম সাল্ফ।রাত্রে মাথায় রক্ত উঠেঃ সাইলেসিয়।ঘুমের মাঝে স্বপ্ন দেখার অভ্যাসঃ নেট্রাম সাল্ফ।পিত্তদোষেভাল ঘুম হয়নাঃনেট্রাম সাল্ফ।কাক নিদ্রাঃনেট্রাম মিউর,ম্যাগ ফস,ক্যালকেরিয়া ফস।ঘুমের ঘোরে শিহরে উঠেঃ কেলি ফস।পেটে বায়ু জমায় ঘুমের ব্যাঘাতঃনেট্রাম সালফ।শিশু ঘুমের মাঝে কেদে উঠেঃ ক্যালকেরিয়া ফস।অনবরত হাই উঠেঃক্যালকেরিয়া ফস,কেলি ফস।সকালে ঘুমঘুম ভাবঃ কেলি ফস।উদ্দেগপুর্ন স্বপ্ন দেখেঃ নেট্রাম মিউর,ফেরম ফস,নেট্রাম সালফ।কাম বিষয়ক স্বপ্ন দেখেঃ কেলি ফস।পড়ে যাওয়ার স্বপ্ন দেখেঃ কেলি ফস।আগুনের স্বপ্ন দেখেঃ কেলি ফস।ভুতের ভয় দেখেঃ কেলি ফস।সবসময় ঘুমাতে চায়ঃ নেট্রাম মিউর।নতুন দৃশ্য,নতুন স্হানের স্বপ্ন দেখেঃ ক্যালকেরিয়া ফ্লোর।চোর ডাকাতের স্বপ্ন দেখেঃ নেট্রাম মিউর,কেলি ফস।সঙ্গমের স্বপ্ন দেখেঃ নেট্রাম ফস।বিপদের আভাসের স্বপ্ন দেখেঃ ক্যালকেরিয়া ফ্লোর,ম্যাগ ফস।ঢুলুঢুলু ভাব আসেঃ ফেরাম ফস।ঢুলুঢুলু ভাব বৃদ্ধদেরঃ ক্যালকেরিয়া ফস।প্রচন্ড ঘুমের ভাবঃ নেট্রাম মিউর।বসেবসে ঘুমায়ঃ নেট্রাম ফস।সকালে ঘুমথেকে উঠতে চায় নাঃ ক্যালকেরিয়া ফস।সামান্য শব্দে ঘুম ভাঙ্গেঃ কেলি ফস।রাত্রে জেগে থাকেঃ ক্যালকেরিয়া সাল্ফ।ঘুমের মাঝে নাক ক্ষুটেঃ নেট্রাম ফস।ঘুমের মাঝে দাঁত কটকট করেঃ নেট্রাম ফস।স্নায়বিক কারনে হাই উঠাঃ কেলি ফস।হাই উঠার সময় বেদনাঃ নেট্রাম ফস।

আমার হোমিওপ্যাথিক বিষয়ক সকল লেখা একসাথে পড়ুন।এপসটি ডাউনলোড করুন। লিঙ্ক ঃ
https://play.google.com/store/apps/details?id=com.aslamconsole.android.evahomeohall&fbclid=IwAR3mHp4BauqONW3oiO3eVCVTaCqrsPvcY5Z4qq3826ps_Avf6-wN-SixmEg

ডাঃ ইয়াকুব আলী সরকার
ইভা হোমিও হল।

গোঃরেজি নং;২৩৮৭৬।
মোবাইল নং ০১৭১৬৬৫১৪৮৮।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন