বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭

রক্তক্ষরণ বন্ধের হোমিওপ্যাথিক চিকিৎসা।

Homeopathic treatment to stop bleeding.


রক্ত ক্ষরণ দেখলে যে কেউ ভয় পেযে যান।রক্ত ক্ষরণ বন্ধের জন্য দিক বেকি দৌড়াতে থাকেন।প্রাকৃতিক উপায়ে রক্ত ক্ষরণ বন্ধ করার মাধ্যমে রোগীকে নিরাপদ ও সঙ্কামুক্ত করা যায়।রক্তক্ষরণ বন্ধের পরে যেন কোন জটিলতা সৃষ্টি না হতে পারে সেই দিকটা গুরুত্বের সাথে দেখা উচিত।সঠিক পদ্ধতিতে ও দ্রুত রক্তক্ষরণ বন্ধ করতে ব্যার্থ হলে রোগীর মৃত্যুর ঝুকি হতে পারে।আপনাদের এই জটিল সমস্যাটিকে সহজে ও প্রাকৃতিক সহজ সরল পদ্ধতিতে রক্ত ক্ষরণ বন্ধ করিতে হোমিওপ্যাথিক চিকিৎসা আদর্শ পদ্ধতি।এ বিষয়ে সঠিক গাইড লাইন নিচে দেয়া হলো।
রক্তক্ষরণ বন্ধে ব্যবহৃত হোমিওপ্যাথিক ঔষধ নির্বাচনের গাইডলাইন ঃ 
চক্ষু হইতে রক্তস্রাবঃল্যাকেসিস,নাক্স ভূমিকা,সালফার ইত্যাদি।।
নাসিকা হইতে রক্তস্রাবঃএকনাইট ন্যাপ,এমন কার্ব,এন্টিম ক্রুড, ব্যাপটিসিয়া, ব্রায়োনিয়া,আর্নিকা,কার্বভেজ,কস্টিকাম,ক্রোকাস, হাইওসিয়েমাস,ইপিকাক,নাইট্রিকএসিড,পালসেটিলা,রাসটক্স,স্যাবাইনা,সিকেল,সালফার,টিউবারকুলিনাম,ট্রিলিয়াম ইত্যাদি।
মুখ হইতে রক্তস্রাবঃএকনাইট ন্যাপ,আর্নিকা,আর্সেনিক,বেলেডোনা, চায়না,ইপিকাক,ল্যাকেসিস,নাক্স ভূমিকা,ফসফরাস,রাস টক্স,সিকেল ইত্যাদি।।
মলদ্বার হইতে রক্তস্রাবঃএকনাইট ন্যাপ,এলোমিনা,এপিস মেল, আর্সেনিক,বেলেডো্না, ব্যারাইটাকার্ব,ক্যাকটাস,ক্যালকেরিয়াকার্ব,কার্ব এনিমেলিস, ক্যান্হারিস,ক্যামোমিলা,চায়না,কার্বভেজ,ফেরামফস, কলিনসনিয়া,হ্যামামেলিস,ইপিকাক,ল্যাকেসিস,কেলিকার্ব,লাইকোপডিয়াম,মার্কুরিয়াস,নেট্রাম মিউর,নাইট্রিক এসিড,টেরিবিন্হিনা ইত্যাদি।
মুত্রদ্বার হইতে রক্তস্রাবঃআর্জেন্টাম নাইট,আর্সেনিকএলবাম,ক্যাকটাস, ক্যালকেরিয়া কার্ব,ক্যাস্ফর,ক্যানাবিস স্যাট,ক্যান্থারিস, ক্যাপসিকাম, কস্টিকাম,চেলিডোনিয়াম,চাযনা,কোনিয়াম,হিপার,ইপিকাক, লাইকোপোডিয়াম,মার্ককর,নাইট্রিক এসিড,টেরিবিন্থিনা ইত্যাদি।
জরায়ু হইতে রক্তস্রাবঃসিকেলিকর,ভিনকামাইনর,এস্টিলেগো, সিনামোনাম, এলেট্রিস ফেরিনোসা,থ্লাসপিভার্সা,ট্রিলিয়াম,হলোনিয়াস, হেমামেলিস,মিলেফোলিয়াম,চায়না,ফসফরাস,স্যাবাইনা,প্লাটিনা,ইপিকাক,সিনা,সাইলেসিয়া,ক্রিয়োজোট,ম্যাগ কার্ব,ক্রোকাস ইত্যাদি।

রক্তক্ষরণ বন্ধে উপরোক্ত তালিকা হতে সঠিক ঔষধ নির্বাচনে সক্ষম হলে ভাল ফলপাওয়া যাবে।রোগ আরোগ্য হবে নিরাপদে।কেহ ঔষধ কিনে একা একা ডাক্তারী না করে একজন দক্ষ হোমিপ্যাথিক ডাক্তারের সাহায্য নিন।
আমার লেখা একসাথে পড়তে মোবাইল এপসটি ডাউনলোড করুন।

https://play.google.com/store/apps/details?id=com.aslamconsole.android.evahomeohall&fbclid=IwAR3mHp4BauqONW3oiO3eVCVTaCqrsPvcY5Z4qq3826ps_Avf6-wN-SixmEg

ডাঃ ইয়াকুব আলী সরকার

ইভা হোমিও হল
বাইপাইল,সাভার,ঢাকা।
মোবাইল নং ০১৭১৬৬৫১৪৮৮
গোভাঃ রেজি নং ২৩৮৭৬।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন